মৌলভীবাজারে জেলা বিএনপির সংবাদ সম্মেলন

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বর,আলী হোসেন রাজন: নেতাকর্মীদের আটক, ভোট কারচুপির জন্যে কেন্দ্র দখলসহ বিভিন্ন  অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়।

    গত সোমবার  বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আটকের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ নাসের রহমান লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ পরাজয় জেনে আমাদের সক্রিয় নেতাকর্মীদের কোন মামলা ছাড়াই আটক করে ৫৪ ধারায় আদালতে হাজির করছে। এতে করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

    তিনি অভিযোগ করে বলেন, শুধু তাই নয়, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ধরে মারপিট করে থানায় সোপর্দ করছে। যা এর আগে মৌলভীবাজারে কখনও হয়নি। তিনি বলেন, আমরা মনে করছি মৌলভীবাজার সদর পৌরসভার সকল কেন্দ্র অর্থাৎ ১৪টিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এরমধ্যে আওয়ামীলীগ প্রার্থীর বড়হাট আবু শাহ মাদ্রাসাসহ ৩টি কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ। তাই আমরা এসব কেন্দ্রে সাংবাদিকদের সর্বক্ষণ উপস্থিতি কামনা করছি।

    আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি।

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বেগম খালেদা রব্বানী, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বিএনপি সদর পৌরসভায় মেয়র প্রার্থী অলিউর রহমান প্রমুখ।