মৌলভীবাজারে ছাগল ধরে খাচ্ছে অজগরঃধরা পড়ল চা শ্রমিকদের হাতে

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯এপ্রিল,আলী হোসেন রাজনঃ বন ছেড়ে লোকালয়ে এসে নিজের খাদ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়ল একটি অজগর । মৌলভীবাজার সদর উপজেলায় গিয়াসনগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের পারল টিলা থেকে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যার দিকে ১৩ ফুট লম্বা অজগরটি ধরা পড়ে চা শ্রমিকদের হাতে ।

    ওই বাগানের শ্রমিক উত্তম বিকন, বিকেলে বাগানের পারল টিলায় জঙ্গল পরিস্কার করার সময় দেখতে পান বিশাল আকারের ওই অজগরটি একটি ছাগল ধরে খাচ্ছে। তিনি চিৎকার করলে অনান্য চা শ্রমিকরা এসে অজগরটি আটক করে। আটকৃত অজগরটিকে বাগানের নাচ ঘরে রাখার খবর পেয়ে উৎসুক লোকজন সেখানে ভীড় জমায় ।

    বিভাগীয় বন কর্মকর্তা ও (বণ্যপ্রাণী) মো. তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছেন তারা।তিনি আরো জানান, অজগরটি প্রায়১৩ ফুট লম্বা। খাদ্যের সন্ধানে এটি লোকালয়ে চলে এসেছে। পর্যবেক্ষণ শেষে যেকোনো দিবসে গণ্যমান্য বক্তিদের নিয়ে আজরগরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

    এবিষয়ে শ্রীমঙ্গল বন্য প্রাণী সেবা আশ্রমের পরিচালক শ্রীতেশ দেব জানান বন্য প্রাণীরা বাসস্থান ও খাদ্য সংকটের কারনে প্রায়ই লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ছে । তিনি জানান ধারনা করা হচ্ছে,এই অজগরটিইও খাদ্য সংকট কারনেই হয়ত বন ছেড়ে লোকালয়ে এসেছে।