মৌলভীবাজারে চিরনিদ্রায় আন্তজার্তিক হকি খেলোয়ার জুম্মন লুসাই

    0
    239

    আমারসিলেট24ডটকম,২৩জানুয়ারী,আলী হোসেন রাজনঃ হাজারও ভক্ত,আত্নিয় স্বজন আর ক্রীড়ামোদীদের কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হলেন দেশের কিংবদন্তি হকি তারকা জুম্মন লুসাই। সেই সাথে অবসান হলো দেশের ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল অধ্যায়ের। তাকে মৌলভীবাজারের কমলগঞ্জ মাগুরছড়া পুঞ্জিতে সমাধিত করা হয়েছে

    হকি-আত্মপ্রাণ জুম্মন লুসাই ছিলেন বাংলাদেশের হকির সবচেয়ে বড় কিংবধন্তি খেলোয়ার। বিশ্ব একাদশের হয়ে খেলে তিনি আশির দশকে গৌরবান্বিত করেছিলেন দেশের হকিকে। জাতীয় হকি দলকে একাধিকবার নেতৃত্ব দেয়া জুম্মন লুসাই খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটা সময়ই কাটিয়েছেন দেশের শীর্ষ ক্লাব আবাহনীতে। আর ব্যক্তিগত জীবনে তার পুরোটা সময় কেটেছে মৌলভীবাজার আর সিলেটে। তার শেষ ইচ্ছা অনুযায়ী জেলার কমলগঞ্জের অরণ্যঘেরা মাগুরছড়া খাসিয়া পুঞ্চিতে তাকে সমাহিত করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার মরদেহ সিলেট থেকে সড়ক পথে নিয়ে আসা হয় মাগুরছড়া পুঞ্জিতে। সেখানে তাকে শেষ বারের মতো এক নজর দেখতে জেলার নানা প্রান্ত থেকে ছুটে আসেন জুম্মন ভক্তরা। প্রিয় খেলোয়াড়ের মরদেহ কাঁদে নিয়ে পাহাড় ডিঙ্গিয়ে ভক্ত আর অনুরাগীরা দুপুর আড়াইটায় পৌছেন মাগুরছড়া চার্চে। সেখানে বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাকে পুঞ্জির সমাধিস্থলে সামহিত করা হয়। শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় হকি ফেডারেশনের সাধারন সম্পাদক খাজা রহমত উল্লাহ,জাতীয় হকি দলের কোচ মাহবুব হারুনসহ জেলা ক্রীড়া সংস্থা,স্থানীয় উপজেলা প্রশাসন ও সর্বপরি মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনের তার প্রিয় মানুষ গুলো।