মৌলভীবাজারে চিকিৎসক-নার্স ও সাংবাদিকসহ করোনা শনাক্ত-২২

    0
    260

    “মৌলভীবাজার জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ মোট সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে”  

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারে নতুন করে একদিনে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকসহ ২২ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (২১মে)  বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. তাওহীদ।

    একই সাথে পুরাতন ৫ পজিটিভ রোগীর দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। বৃহস্পতিবার ঢাকার পিসিআর ল্যাব থেকে নতুন ২২ জন ও পুরাতন ৫ জনসহ সর্বমোট ২৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

    সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা  যায়-শনাক্তদের মধ্যে বড়লেখায় ৩ জন চিকিৎসক, জুড়ীতে ৩ জন নার্স এবং মৌলভীবাজার সদরের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

    এছাড়া কমলগঞ্জে একজন সাংবাদিকসহ ১০ জন, রাজনগরে ২ জন, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে ১ জন এবং শ্রীমঙ্গলে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

    এ নিয়ে মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে নমুনা সংগ্রহ করা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলার করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ জন।

    প্রসঙ্গত গত ১৩ এপ্রিল ঢাকায় আক্রান্ত হয়ে মারা যান মৌলভীবাজারের শ্রমিক লীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী। আইইডিসিআর তাকে মৌলভীবাজারের রোগী হিসেবে তাকে তালিকায় রেখেছে।

    এছাড়া এপ্রিল মাসে বড়লেখার এক চানাচুর বিক্রেতা স্থানীয়ভাবে উপসর্গ নিয়ে সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হলে, সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। মৌলভীবাজারের করোনা রোগী হলেও তাকে সিলেটের তালিকায় রাখা হয়েছেএবং এরই মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

    শেষ সংবাদ পর্যন্ত মৌলভীবাজার জেলাসহ বিভিন্ন উপজেলাতে করোনা আক্রান্ত পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।