মৌলভীবাজারে চলছে সমাজকল্যাণ মন্ত্রীর জানাযার প্রস্তুতি

    0
    446

    “বুধবার বিকাল ৪টায় সৈয়দ মহসীন আলী’র ২য় জানাযা”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৫সেপ্টেম্বর,আলী হোসেন রাজন: আগামীকাল বুধবার বিকাল ৪টায় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী’র ২য় জানাযার নামাজ অনুষ্ঠিত হবে তার নিজ এলাকা মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। এ লক্ষ্যে পৌরসভা ও প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে মাঠ সংস্কারের কাজ। দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, এটিই হবে এ যাবৎ জেলার সর্ববৃহৎ জানাযার নামাজ।

    পরিবারের সদস্যরা জানান, আজ (মঙ্গলবার) রাত সাড়ে ১০টায় মন্ত্রীর মরদেহ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে। আগামীকাল বুধবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ১ম জানাযার নামায শেষে হেলিকপ্টারযোগে মরদেহ এসে পৌঁছাবে মৌলভীবাজার স্টেডিয়াম মাঠে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মন্ত্রীর নিজ বাসভবনে। এরপর বিকাল ২টা থেকে সর্বস্তরের দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে জানাযার মাঠে। বিকাল ৪টায় ২য় জানাযার নামাজ ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) মাজার প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর দাফন সম্পন্ন হবে।
    গতকাল সোমবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর। গত ৩ সেপ্টেম্বর ডায়াবেটিস, হৃদরোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে নেয়া হয় সিঙ্গাপুরে।