মৌলভীবাজারে করোনায় মৃতদের দাফনে গাউসিয়া কমিটির

    0
    319

    “সেচ্ছাসেবী টিমে আগ্রহীগনকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে”

    মিনহাজ তানভীরঃ পৃথিবীব্যাপী করোনার করালগ্রাসে উন্নত বিশ্বসহ জ্ঞান বিজ্ঞান ও চিকিৎসায় সেরা সকল বাঘা বাঘা দেশের নাগরিকরা আজ মহা আতংকে এর মধ্যে আমাদের মত অনুন্নত,উন্নয়নশীল দেশের অবস্থা কতটা করুন তা আমাদের অজানা নয়। তার পরেও এই দুর্যোগ মুহুর্তে এই অপ্রত্যাশিত মহামারীর চিকিৎসার চেয়েও আরও ভয়ানক আতঙ্ক মৃত দেহের দাফনকাফন ও সৎকার নিয়ে। বিভিন্ন দেশের নানা ধর্মে, বিভিন্নভাবে দাফন কাফন ছাড়াও জ্বালিয়ে দেওয়ার মত নানা ফর্মুলা ব্যবহার করলেও ইসলামী বিধানমতে জীবিতদের প্রতি মৃত ব্যক্তির অধিকার হচ্ছে সম্মানের সাথে সক্ষম একাংশ লোকেরা মৃত দেহকে সমাহিত করবে।আর এই ধর্মীয় অধিকার ও অনুভূতির ফলে করোনায় মৃতদের দাফনের উদ্যেশে মুসলিমদের মধ্যে আওয়াজ উঠেছে। আর আওয়াজ থেকেই  বাংলাদেশ গাউসিয়া কমিটির উদ্যোগে চট্টগ্রামসহ দেশের সব কটি জেলা ও থানায় পর্যায়ক্রমে স্বেচ্ছাসেবক টিম গঠন করে যাচ্ছে তারা।এরই ফলশ্রুতিতে মৌলভীবাজার জেলায়ও সাহসী ও আগ্রহী করোনা যোদ্ধাদের নিয়ে করোনাক্রান্ত মৃতদেহের  দাপন সংক্রান্ত কাজে অংশ গ্রহণ করতে স্বেচ্ছায় আগ্রহীদের অনুরোধ জানানো  হচ্ছে।আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মৃত দেহে ৩ ঘণ্টার অধিককাল করোনা জীবাণু অস্তিত্ব থাকে না,তাই করোনায় মৃত ব্যক্তিকে ৩ ঘণ্টা বা ৪ ঘণ্টার পর দাফনকাফনে কোন সমস্যা নেই।

    জানা গেছে ইতিমধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ ৭২ জনেরও অধিক করোনা পজেটিভ ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারীর মৃতদেহ গোসল,কাফন ও জানাযা সহকারে দাপনের কাজ সম্পন্ন করেছে। অবশ্য অন্যান্য সংগঠন ও নিজ নিজ উদ্যোগে কাফন দাফনের কাজ করে যাচ্ছে ।

    এ ব্যাপারে মৌলভীবাজার থেকে কাজী কুতুব উদ্দিন আমার সিলেটকে বলেন, গাউসিয়া কমিটি মৌলভীবাজার জেলার উদ্যোগে করোনায় মৃতদের কাফন দাফনের জন্য় এ সময়ের সবচেয়ে সাহসী নারী পুরুষদের নিয়ে জেলা ব্যাপী স্বেচ্ছাসেবী একটি  টিম গঠন করা হচ্ছে, আগ্রহীগনকে সংবাদে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য  ০১৭১১-১২৮৭৬৫,০১৭৩২-৬৮৪৭০৯, অনুরোধ করা হচ্ছে।

    উল্লেখ্য, মানুষ মানুষের জন্য আসুন কোন রোগী বা মৃতদের প্রতি অবহেলা না করে স্বাস্থ্যবিধি মেনে এই সংকটে কাঁদে কাঁদ মিলিয়ে যে কোন পরিস্থিতির জন্য নিজেদেরকে তৈরি করে রাখি।