মৌলভীবাজারে করোনারোগী সেবা পরিষদ-এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন

    0
    260

    নিজস্ব প্রতিনিধিঃ  মৌলভীবাজার জেলার শ্রীমংগল উপজেলাধীন শেখ বাড়ী জামে’য়া মাদ্রাসাতে ফয়েজে বর্ণভী রহঃ এ্যাম্বুলেন্স সার্ভিস ও করোনা রোগী সেবা পরিষদ মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত  হয়েছে।

    আজ বুধবার (৮ জুলাই) দুপুর দুইটা থেকে শুরু অনুষ্টানে সভাপতিত্ব করেন মুফতি রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা)।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুর রহমান, মেয়র মৌলভীবাজার পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন শ্রীমংগল উপজেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। আশরাফুজ্জামান আশিক,সিনিয়র এএসপি শ্রীমংগল কমলগঞ্জ সার্কেল।  আলমগীর হোসেন, অফিসার ইনচার্জ মৌলভীবাজার মডেল থানা। সোহেল রানা, ওসি (তদন্ত) শ্রীমংগল থানা। মীর এম এ সালাম, প্যানেল মেয়র-২ শ্রীমংগল পৌরসভা।

    অনুষ্ঠানের প্রারম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নুর হোসেন।

    বক্তব্য রাখেন, শেখ সাদ আহমেদ আমীন, আলহাজ্ব আহমদ বেলাল, শ্রীমঙ্গল থানার তদন্ত ওসি সোহেল রানা। মৌলভীবাজার থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন। সিনিয়র এএসপি আশরাফুজ্জামান আশিক। শ্রীমঙ্গল উপজেলা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,মৌলভিবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান  ও
    মাওলানা আব্দুল বারী ধর্মপুরী প্রমুখ।

    উল্লেখ্য করোনা মহামারীতে মৌলভীবাজার জেলাতে করোনা রোগীর সেবা প্রদানে দাফন কাফনের ব্যবস্থা করাসহ অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে এম্বুলেন্স সার্ভিসসহ করোনা সেবা কমিটির উদ্বোধন করা হয়।

    প্রসঙ্গত প্রধান অতিথি ও বিশেষ অতিথীরা ক্রমান্বয়ে বিস্তারিত বক্তব্য রাখেন, এ সময় তারা বলেন , এটি একটি জনগুরুত্বপর্ণ কাজ আমরা নিজনিজ অবস্থান থেকে সার্বিক সহযোগীতা করবো।

    পরিশেষে মৌলভীবাজার করোনা রোগী সেবা কমিটির সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক তার বক্তব্যে বলেন, করোনার কারণে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে, ছেলে মাকে মা ছেলেকে এক মুসলিম অন্য মুসলিমকে ফেলে পালিয়ে যায়, ইসলামে এমনটি হওয়ার কথা নয়,যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম রোগীদের মাথায় হাত রেখে সান্ত্বনা দিতেন আর আমরা আজ সেই সুন্নাত ভুলে গেছি তাই এই সুন্নাতকে জিন্দা করতেই আমাদের এই উদ্যগ।তিনি আরও বলেন, এই সেবা শুধুই মুসলমানদের জন্য নয়, হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সুযোগ রয়েছে। বিশেষ করে মহিলাদের দাফন কাফনে সহযোগীতা করার জন্য মহিলা টিমও প্রস্তুত করা রয়েছে। এতে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক (পীর সাহেব বরুণা)।