মৌলভীবাজারে ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা

    0
    450

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৮জুলাই,আলী হোসেন রাজন:বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে।

    শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শহরে দুটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। সৈয়ারপুর শ্রী শ্রী জিউর আখড়া থেকে জগন্নাথ দেবের প্রতিমা বহনকারী রথ নিয়ে বের হওয়া শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী। এদিকে পশ্চিম বাজার জিউর আখড়া থেকে আরেকটি রথ শোভাযাত্রা বের হয় ।

    সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার মানুষ এতে অংশ গ্রহন করেন। নানা ধরনের বাজনা বাজিয়ে, নাম সংকির্তন গেয়ে ভক্তরা রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় ভক্তরা কলা ও বাতেশা দিয়ে লুট দেয়। এই রথযাত্রা মানুষের মধ্যে সম্প্রীতির মেলবন্ধন সৃষ্টি সহ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে । আগামী ২৫ জুলাই ফিরা রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।