মৌলভীবাজারে উপসর্গ ছাড়া করোনা শনাক্ত,মোট আক্রান্ত-১৮

    0
    233

    জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা শহর গুলোতে দিন দিন বাড়ছে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ।

    অনেকেই বলছে আগামিতে শহর গুলোতে আরোও বাড়তে পারে। মানুষ যদি নিজ থেকে সচেতন না হয় তাহলে রোগী বাড়তে পারে। সরকারী নিদের্শনা অমান্য করে লোকজন বিভিন্ন কারনে ঘরের বাহিরে বের হচ্ছে।

    মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের সুনছড়া চা বাগানে ষাট উর্দ্ধো মৃত ব্যাক্তি চৈতু কর্মকারের শরিরে করোনা পজেটিভ মিলেছে।

    ২৭ এপ্রিল রাত সাড়ে ৯ টায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে করোনার উপসর্গ ছিলনা। মৃত্যু পর গ্রাম বাসির আভিযোগে নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠালে পরীক্ষা ধরা পরে করোনা ভাইরাস।
    তবে বৃদ্ধের এক নাতি ঢাকা থেকে বাড়িতে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন একই ঘরে।১৪ দিনের মাথায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয় দাদা চৈতু কর্মকারের।

    জেলায় সম্প্রতি নরসিংদী ফেরত নতুন করে ১২ বছরের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছেন।এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

    উল্লেখ্য করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ৩ জন মারা যান। এর মধ্যে রাজনগরে ১ জন, জেলা সদরের ১ জন ঢাকায় মারা যান ও সর্বশেষ কমলগঞ্জে ১ জন মারা যান। করোনা উপসর্গ নিয়ে মারা যান ৭ জন।