মৌলভীবাজারে অটোরিক্সা মালিক-চালকদের সংবাদ সম্মেলন

    0
    338

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৭আগস্ট,আলী হোসেন রাজন :মহাসড়কে অটোরিক্সা অটোটেম্পু না চালানোর সরকারি সিদ্ধান্ত পুন:বিবেচনা করতে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি সংগ্রাম পরিষদ জেলা শাখা।

    আজ (সোমবার) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে অটোরিক্সা, অটোটেম্পু, সিএনজি সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক আজিজুল হক সেলিম অভিযোগ করে বলেন, আমলাতান্ত্রিক ও আইনী জটিলতার পাশাপাশি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ উপেক্ষা করে বাস মালিকদের স্বার্থে এই ছোট্ট পরিবহন নিয়ে ষড়যন্ত্র চলছে। এই পেশার সাথে জড়িতরা প্রতিবছর লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিচ্ছে সরকারকে। এছাড়া লাইসেন্স ও গাড়ির কাগজপত্র নিয়ে পুলিশ ও বিআরটিএ  দূর্নীতি ও হয়রানী করছে চালক ও মালিকদের। তবুও শ্রমিকরা জীবন জীবিকার তাগিদে এই পেশা ধরে রেখেছে।

    অটোরিক্সা অটোটেম্পু চালক ও মালিকদের জীবন জীবিকা এবং যাত্রী সাধারণের সুবিধার কথা বিবেচনা করে সড়ক ও মহা সড়কে ডিভাইডার এবং আলাদা লেন নির্মান সহ গাড়ীর সংখ্যা অনুযায়ী লাইসেন্স প্রদানের পূর্ব পর্যন্ত সরকারের গৃহীত সিদ্ধান্ত পুন:বিবেচনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এ সময় জেলার অটোরিক্সা অটোটেম্পু মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।