মৌলভীবাজারের ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫নং কূপ খননের কাজ শুরু

    0
    248

    আমারসিলেট 24ডটকম ,২৭সেপ্টেম্বর,শাব্বির এলাহী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ও ভাটেরা ইউনিয়নে অবস্থিত ভাটেরা গ্যাসক্ষেত্রের ৫নং কূপ খনন কাজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রিগ ‘বিজয়’ এর মাধ্যমে শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স এই গ্যাসক্ষেত্রের খনন কাজ করছে।প্রকল্প কাজের ড্রিলিং ইনচার্জ রেজাউল করিম জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ৫নং কূপের খনন কাজ শুরু হয়েছে। এছাড়াও ৩নং কূপ থেকে ২০ মিলিয়ন ঘনফুট ও ৪নং কূপ থেকে প্রতিদিন ১৯ মিলিয়ন ঘনফুট, মোট ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যাচ্ছে। তবে ১ ও ২নং কূপ থেকে আপাতত কোন উৎপাদন হচ্ছে না।

    জানা যায়, গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৩৯ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে ইতিপূর্বে যুক্ত হয়েছে। বাপেক্স এই গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রীডে যুক্ত হয়ে দেশে চাহিদা পূরণ করছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন এ কূপটি খননের কাজ শেষ হলে জাতীয় গ্রীডে গ্যাস সংযোগ দেয়ার সময় তাদের এলাকাকে গ্যাস সংযোগের আওতায় আসবে।