মৌলভীবাজারের বড়লেখায় ৫ জয়িতা নারী পেলেন সম্মাননা

0
504
মৌলভীবাজারের বড়লেখায় ৫ জয়িতা নারী পেলেন সম্মাননা

আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধিঃ “নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় “আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২১” উদযাপন উপলক্ষে পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর ২০২১) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকতার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তাঁদের ২০২১ সালের জয়িতা পুরস্কারের সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শাহনাজ পারভীন চৌধুরী, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মাগ্রেট সুমের, সফল জননী মীরা বালা দত্ত , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী ফেরদৌসী আক্তার (সুহেলী)ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী রোকসানা বেগম।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা সামছুন নাহার।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে এবং রাঙাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবৃত্তি শিক্ষক হামিদা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, উপজেলা সমবায় কর্মকতা সফিকুল ইসলাম, জয়ীতা শাহানাজ পারভীন চৌধুরী, মাগ্রেট সুমের,ও রোকসানা বেগম।