মৌলভীবাজারেও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

    0
    228

    নিরাপত্তার কারণ দেখিয়ে মৌলভীবাজারে বাস ও সিএনজি,অটোরিক্সা বন্ধ

    আলী হোসেন রাজন,মৌলভীবাজার প্রতিনিধিঃ বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবীতে মৌলভীবাজারে রাস্থা অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

    সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে খন্ড খন্ড মিছিল বের করে শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলে শেষে শহরের চৌমুহনা চত্ত্বরে নিরাপদ সড়কের দাবীতে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেয় তারা। এ সময় নয় দফা বাস্তবায়নের দাবীতে শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

    এছাড়া বিভিন্ন যানবাহনের কাগজপত্রসহ লাইসেন্স আছে কিনা তা তদারকি করতে দেখা যায় শিক্ষার্থীদের।

    এদিকে কোন ধরনের ঘোষনা ছাড়াই নিরাপত্তার কারণ দেখিয়ে মৌলভীবাজারে বাস ও সিএনজি চালিত অটোরিক্সা বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিকরা। সকাল থেকে মৌলভীবাজার শহরের সকল বাস ষ্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস ও আন্ত জেলা বাস সার্ভিস বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। সেই সাথে সিএনজি চালিত অটোরিক্সাও বন্ধ রয়েছে।

    পূর্ব ঘোষনা ছাড়া হঠাৎ করে গণপরিবহন বন্ধ রাখায় বিপাকে পড়েছেন সাধারন মানুষ। শ্রমিকনেতারা জানিয়েছেন কোন ধর্মঘট নয় তবে নিরাপত্তার কারণে সাময়িকভাবে বাস ও সিএনজি বন্ধ রাখা হয়েছে ।