মৌলভীবাজারসহ ১৯ জেলায় নতুন ডিসি নিয়োগ

    0
    293

    নিজস্ব প্রতিনিধিঃ  সরকার সিলেটের মৌলভীবাজার জেলাসহ দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

    যেসব জেলায় নতুন ডিসি যাচ্ছে সেসব জেলা হচ্ছে মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, গাজীপুর, রাজশাহী, পাবনা,  ময়মনসিংহ, বাগেরহাট, যশোর,সিরাজগঞ্জ, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনা।

    এর মধ্যে গাজীপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলাম, ফরিদপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক অতুল সরকার, পাবনায় বরগুনার বর্তমান জেলা প্রশাসক কবির মাহমুদ, গোপালগঞ্জে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) বেগম শাহিদা সুলতানা, ময়মনসিংহে নওগাঁর বর্তমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান. নারায়ণগঞ্জে পাবনার বর্তমান জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, মুন্সিগঞ্জে দুদক চেয়ারম্যানের একান্ত সচিব মো. মনিরুজ্জামান তালুকদার।

    রাজশাহীতে ঝালকাঠির বর্তমান জেলা প্রশাসক মো. হামিদুল হক, বাগেরহাটে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মো. মামুনুর রশিদ, যশোরে লালমনিরহাটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, মৌলভীবাজোরে নীলফামারীর বর্তমান জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, সিরাজগঞ্জে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহমেদ।

    রাজবাড়ীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলসাদ বেগম, ঝালকাঠিতে  জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. জোহর আলী,  নওগায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. হারুন-অর-রশিদ, লালমনিরহাটে সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফর, নীলফামারীতে ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমা চৌধুরী, রংপুরে সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব মো. আসিফ আহসান এবং  বরগুনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের উপপরিচালক মোস্তাইন বিল্লাহ।

    উল্লেখ্য, মৌলভীবাজার জেলার প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দিবেন নাজিয়া শিরিন, তিনি নীলফামারী জেলা থেকে এখানে আসছেন,তার শিক্ষাগত যোগ্যতা এম এ (ইংরেজি), মাস্টার্স ইন পাবলিক পলিসি এন্ড ম্যানেজমেন্ট, পিজিডি (যুক্তরাজ্য)। নীলফামারী জেলার পুর্বে প্রধান শিক্ষা কর্মকর্তা হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে তিনি কাজ করেছেন। বি‌সিএস ২০ তম ক্যাডারের এই নারী কর্মকর্তা  জেলা প্রশাসক হি‌সেবে নীলফামারী‌তে সুনাম কু‌ড়ি‌য়ে‌ছেন। তাঁর গ্রা‌মের বাড়ী বা‌গেরহা‌ট জেলায়।