মোদি পাকিস্তানে গিয়ে কিসের গোশত খেয়েছেনঃপ্রশ্ন বদরউদ্দিনের

    0
    215

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,ডিসেম্বরঃ ভারতের বিহার বিধানসভা নির্বাচনের পর এবার আসন্ন অসম বিধানসভা নির্বাচনেও চলে এল গরুর গোশত ইস্যু। রোববার বিকেলে অসমের দরং জেলার মঙ্গলদৈয়ে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এ প্রসঙ্গে বিতর্কিত প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পাকিস্তান সফরে গিয়ে কিসের গোশত খেয়েছেন বলে প্রশ্ন তুলেছেন তিনি।

    বদরউদ্দিন আজমল বলেন, ‘কেন্দ্রীয়মন্ত্রী মুখতার আব্বাস নাকাভি বলেছিলেন, যারা গরুর গোশত খেতে চান তারা পাকিস্তানে চলে যেতে পারেন। তাহলে বিনা নিমন্ত্রণে মোদি কেন পাকিস্তানে গেলেন এবং সেখানে কী খেলেন ? নওয়াজ শরীফের ঘরে গিয়ে লুকিয়ে কী গোশত খেয়েছেন তিনি গোশত খেয়েছেন তা তাকে বলতে হবে বলে মন্তব্য করেন আজমল।

    বদরউদ্দিন আজমল আরো বলেছেন, ভারতে কেউ গরুর গোশত খেলে দাদরি কাণ্ডের মতো মানুষ মেরে ফেলা হবে। আর প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে শরীফের বাসায় লুকিয়ে গোশত খাবেন !

    প্রকাশ্য জনসভায় বদরউদ্দিন আজমলের এমন প্রশ্নে অবশ্য স্বভাবতই বেজায় চটেছে গেরুয়া শিবির। বিজেপি নেতা হিমন্তবিশ্ব শর্মার দাবি, আজমল এ রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাচ্ছেন। বিজেপি এজন্যই আসন্ন বিধানসভা নির্বাচনকে ‘শেষ যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার জানান, ‘মোদির পাকিস্তান সফর সম্পূর্ণ পররাষ্ট্র নীতি ভিত্তিক, এর সঙ্গে গরুর গোশতের কোনো সম্পর্ক নেই। ইচ্ছে করে সাম্প্রদায়িকতা ছড়াতে এ সব বলা হচ্ছে।’

    প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর ভারতের উত্তর প্রদেশের দাদরিতে গরুর গোশত খাওয়া এবং তা বাসায় রাখার মিথ্যা গুজব রটিয়ে মুহাম্মদ আখলাক নামে এক বৃদ্ধকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করে একদল উন্মত্ত ধর্মান্ধ জনতা। গতকাল সোমবার উত্তর প্রদেশ সরকারের পশু চিকিৎসা দফতরের এক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, মুহাম্মদ আখলাকের ফ্রিজে সেদিন গরুর গোশত নয়, ছাগলের গোশতই ছিল।সুত্রঃইরনা