মেম্বার নয়! জনগনের সেবক হতে চাই হাজি মাসুক

    0
    419
    জুড়ী  প্রতিনিধিঃ  আমি মেম্বার হতে চাই না, আমি জনগনের সেবক হতে চাই। আমার লক্ষ্য উদ্দেশ্য মেম্বার হওয়া নয় ! বরং অবহেলিত, গরিব মানুষের সেবা করা। আমি ০২ নং পূর্বজুড়ি ইউপির ০১নং ওয়ার্ডের তরুণ সমাজ, শ্রমজীবি, চাকুরীজীবি, ব্যবসায়ী, প্রবীণসহ সর্বশ্রেণির পেশাজীবি মানুষের পাশে থাকতে চাই। সুন্দর সুশীল একটি সমাজ গঠণে জনগনের সেবক হতে ইচ্ছুক।
    আজ এক সাক্ষাৎকারে মনের এমনি আবেগ ব্যক্ত করেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ২নং পূর্বজুড়ি ইউপির ০১ নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী হাজি মাসুক উদ্দিন। এ সময় তিনি ওয়ার্ডের সমসাময়িক বিভিন্ন বিষয় ও সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
    জনপ্রতিনিধি হওয়ার কারণ কি?এমন প্রশ্নের উত্তরে হাজি মাসুক বলেন, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। বাড়ি ফেরার পর থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত হয়েছি। সর্বদা মানুষের কল্যাণে সমাজসেবামূলক কাজ করতে আমি ভালোবাসি। আর সামাজিক সংগঠনের মাধ্যমে সকল প্রকার জনসেবায় আত্মনিয়োগ অসম্ভব, তাই জনপ্রতিনিধি হওয়ার প্রয়াস।
    এছাড়াও এলাকার তরুণসমাজ, প্রবীণ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধে আমি ০১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আল-হামদুলিল্লাহ আমার বিশ্বাস সকলের দোয়া ভালোবাসা আমার প্রতি আছে আগামীতেও থাকবে।
    নির্বাচিত হলে কি ধরণের কাজ করবেন? উত্তরে তিনি বলেন আমি অবহেলিত, দিনমজুর, গরিব মানুষের কল্যাণে কাজ করতে ইচ্ছুক। এছাড়াও এলাকার অবহেলিত, অনুন্নত রাস্তা সংস্কার/ নির্মাণ। তালিকার মাধ্যমে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতাসহ সরকার প্রেরিত সকল অনুদান প্রাপকের কাছে পৌঁছে দিবো।
    হাজি মাসুক আরো বলেন, আমি নির্বাচিত হলে ০১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে রুপান্তরিত করতে যা যা করণীয় তাই করতে প্রস্তুত।