মেননের বাসায় বোমা হামলার প্রতিবাদ

    0
    435

    আমার সিলেট  24 ডটকম,১০নভেম্বরঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপির বাসভবনে আজ সন্ধ্যায় বিএনপি-জামাতের সন্ত্রাসীরা বোমা হামলা করে। হাত বোমাটি বিষ্ফোরিত না হওয়ায় পরবর্তীতে পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে। জননেতা রাশেদ খান মেননের বাসায় বোমা হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ করে বাংলাদেশ যুব মৈত্রী ও বাংলাদেশ ছাত্র মৈত্রী। মিছিলটি পল্টন গুলিস্থান প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্টিত করে। সমাবেশে বক্তব্য রাখেন যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর রতন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ্ আলী খান কলিন্স, ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত প্রমুখ।  নেতৃবৃন্দ বলেন সারাদেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিএনপি-জামাত পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের নেতা ও সংগঠকদের উপর হামলা অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে আজ সন্ধ্যায় জননেতা মেননের বাসভবনে সন্ত্রাসীরা হাতবোমা নিক্ষেপ করে। নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামাতের পরিকল্পিত নৈরাজ্যের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এবং অবিলম্বে জননেতা রাশেদ খান মেননের বাসভবনসহ দেশব্যাপী বোমাবাজী নৈরাজ্যকারীদের আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।