মেধাবী ছাত্র সামুনকে বাঁচাতে হাত বাড়ান

    0
    234

    আমার সিলেট  24 ডটকম,১৯নভেম্বর,শাব্বির এলাহীমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ আব্দুল গণির পুত্র শ্রীমঙ্গল সরকারি কলেজের মেধাবী ছাত্র হুমায়ুন ফরিদী(সামুন)এর স্বপ্ন ছিলো উচ্চশিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হবে।মানুষের সেবা করবে।নিজ এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত সামুন ছোটবড় সকলের কাছে আত্মার আত্মীয় আপনজন ছিলো।এ বছর ভালো গ্রেডে স্নাতক উর্ত্তিীণও হয় সে।কিন্তু বিধির বিধান।আগষ্ট মাে স তার দুটি কিডনিই অকেজো হযে যায়।দুইমাস ধরে ডায়লোসিসের মাধ্যমে সে বেঁচে আছে।নতুন একটি কিডনি সংযোজন না করলে বাঁচানো সম্ভব নয়। এজন্য খরচ পড়বে প্রায় পনের লক্ষ টাকা। কিন্তু অবসরপ্রাপ্ত চা বাগান কর্মচারী দরিদ্র পিতার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। ঢাকা মেডিক্যাল কলেজের বিভাগীয় প্রধান ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ফিরোজ খাঁনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন সামুনকে বাঁচাতে হৃদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে সাহায্য চেয়েছেন তার পরিবারের সদস্যরা।আমরা বিবেকবান মানুষরা কি পারিনা এক আত্মার আত্মীয় আপনজন সামুনকে বাঁচাতে এগিয়ে আসতে। অবশ্যই পারি।সাহায্য পাঠানোর ঠিকানাঃ-মোঃ আব্দুল গণি,সঞ্চয়ী হিসাব নং-৩৫২৬,সোনালী ব্যাংক লিমিটেড,কমলগঞ্জ শাখা মৌলভীবাজার।মোবাইল নং-০১৭৩৪-০৯১‘৯৫৪,