মুফতি ইজহার হাজিরা না দেওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা

    0
    207

    আমারসিলেট24ডটকম,২৭মার্চঃ ইসলামী ঐক্যজোটের সভাপতি ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজহারুল ইসলাম আদালতে হাজিরা না  দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুর রশীদ শুনানি শেষে এই আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের লালখানবাজার মাদ্রাসায় বিস্ফোরক উদ্ধারের মামলায় মুফতি ইজহারসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ৮ আসামিকে কারাগার থেকে হাজির করা হয়। কিন্তু জামিনে থাকা মুফতি ইজহার আদালতে হাজির হননি। উচ্চ আদালত থেকে নেয়া তার জামিনের মেয়াদ ২৫ মার্চ শেষ হয়। আজ আদালতে হাজির না হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

    উল্লেখ্য , গত বছর ৭ অক্টোবর মুফতি ইজহারের লালখান বাজার মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা ৩ জন মারা যায়। এ ঘটনায় হত্যা, বিস্ফোরকদ্রব্য ও এসিড নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা দায়ের করা হয়। গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় মুফতি ইজাহারসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।