মুক্তিযোদ্ধা আসুক জুরীবাসীর বন্ধুহয়ে থাকবে:প্যারিসে শোক সভা

    0
    244

    আমারসিলেট24ডটকম,০২ডিসেম্বর,নয়ন মামুনঃ মরহুম মুক্তিযোদ্ধা আসুক’  মাতৃভুমির টানে  জীবন বাজী রেখে  মুক্তিযুদ্ধ করেছেন তা শুধু জুরী নয় সারা জাতি স্মরন রাখবে চিরকাল। শিক্ষাক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান। নিজ উদ্যেগে অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন।যেখানে অনেক শিক্ষার্থীরা শিক্ষার আলোয় আজও আলোকিত হচ্ছে এবং হবে চিরকাল।

    সভার একাংশ
    সভার একাংশ

    বীর মুক্তিযোদ্ধা ও জুড়ী উপজেলা চেয়ারম্যান এম এ মুমিত আসুক এর মৃত্যুতে ফ্রান্সের প্যারিসে বসবাসরত জুড়ীবাসীর উদ্যেগে এক শোক সভা দোয়া ও মিলাদ- মাহফিল’ র আয়োজন করা হয়।গত ৩০ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসের মাক্সদর্মির একটি হলে এ শোক সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।আব্দুর রউফ এর সভাপতিত্বে মালিক মুন্না ও জালাল খানের যৌথ পরিচালনায় দোয়া মাহফিল পুর্ব শোক সভায় বক্তব্য রাখেন-আব্দুস সোবহান, সিরাজুল ইসলাম,হেনু মিয়া,সমির উদ্দিন,সিপার আহমদ,সিদ্দিকুর রহমান নোবেল,হাফিজ ওয়াহিদুর রহমান,সুলতান আহমেদ,রুহেল উদ্দিন,আব্দুল গফুর,দেলোয়ার হোসাইন,মাহমুদুল হাসান (আফরুল) প্রমুখ।

    অনুষ্ঠান আয়োজনে সহযোগীতা করেন- রুহেল উদ্দিন,শিব্বির আহমেদ,সাইদুর রহমান,রহিম,জলিল,সাহেম,নুরুল,কাজল,হামিদ,সাহিন উদ্দিন প্রমুখ।

    পরে মিলাদ ও দোয়া মাহফিলে মরহুম এম এ মুমিত আসুক’ র আত্নার শান্তি কামনা করা হয়।দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম।