মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জয়

    0
    230

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ডিসেম্বরঃ রাজাকার এবং জঙ্গিদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, বাংলাদেশকে যারা বিশ্বাস করেনা তাদের নিয়ে ঐক্য হতে পারে না। মাদ্রাসাসহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলিত হয় না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জয়।

    বেসরকারী সংস্থা সুচিন্তার আয়োজনে ‘মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য’ বিষয়ক আলোচনায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বক্তারা। তারা বলেন, রাজনৈতিকভাবে জাতীয় ঐক্য হতেই পারে, তবে সেখানে বাংলাদেশ বিরোধীদের স্থান হবে না।

    এক দেশ, এক পতাকার শ্লোগানে ঐক্য হতে পারে উল্লেখ করে বক্তারা বাংলাদেশ বিরোধীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।

    প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, মানবতা বিরোধী অপরাধীদের শাস্তি কমানো নিয়ে ষড়যন্ত্র অব্যাহত আছে।

    জয় বলেন, “বাংলাদেশের সকল বাঙ্গালি হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিষ্টান, নাস্তিক আমরা সবাই ঐক্যবদ্ধ হবো। আমি শুধুমাত্র রাজাকার, আল-বদর, আল-শামস, যুদ্ধাপরাধীদের বাদ দিতে চাই, তাদের সঙ্গে আমাদের কোনদিন ঐক্য হবে না। তাদেরকে আমি চাই না।”

    জয় আরও বলেন, যারা যুদ্ধাপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় পতাকা দিয়ে মন্ত্রী বানায়, যারা জঙ্গিদের অস্ত্র দেয়, আশ্রয় দেয় তাদেরকে আমি চাই না।

    বক্তৃতা শেষে উপস্থিত শ্রোতাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে জয় বলেন, জঙ্গীবাদে মদদদাতা সংস্থাগুলোর অর্থের যোগান খতিয়ে দেখা হচ্ছে। স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে সেই প্রার্থীদেরকে  ভোট দেয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

    জাতীয় ঐক্যের ডাক দেওয়ার পাশাপাশি ‘জয় বাংলা’ শ্লোগানকে সর্বস্তরে ও সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানান সজীব ওয়াজেদ জয়। ওয়েবসাইট