মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎকে কুপিয়ে হত্যা

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬ফেব্রুয়ারীঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে  আহত মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় মারা গেছেন।রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে মারা যান অভিজিৎ রায়।

    একুশের বইমেলার থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কুপিয়ে আহত করা হয় লেখক অভিজিৎ রায় ও ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে।
    তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিজিতের মাথায় গুরুতর জখম হয়। আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে তার স্ত্রী রাফিদার।
    বইমেলা থেকে বের হওয়ার পর রাত সাড়ে ৯টার দিকে টিএসসি মোড়ে তারা দুজন হামলার স্বীকার হন বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অজয় রায়ের ছেলে অভিজিৎ যুক্তরাষ্ট্রে থাকেন। এবার একুশের বইমেলায় তার দুটি বই প্রকাশ হয়েছে, সে কারণেই তিনি দেশে ফেরেন।
    অভিজিৎ ও বন্যার ওপর কারা হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে সাম্প্রদায়িকতাবিরোধী লেখালেখির জন্য অভিজিৎকে হুমকি দিয়ে আসছিল জঙ্গিবাদীরা।সুত্রঃনতুন বার্তা