মিয়ানমার থেকে পাচারকালে ১১৮৭ কেজি ইয়াবা উদ্ধার

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯মে,ডেস্ক নিউজঃ মিয়ানমার থেকে পাচারকালে ১ দশমিক ২ টন ইয়াবা (ক্রিস্টাল মেটাফেটামিন), কিছু হেরোইন ও ১০ লাখ কন্ট্রাব্যান্ড সিগারেট জব্দ করেছে মালয়েশিয়ার কাস্টমস কর্তৃপক্ষ।

    এ ঘটনায় ৬ পাচারকারীকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন মিয়ানমার ও তিনজন মালয়েশীয় নাগরিক।সোমবার মালয়েশীয় কাস্টমস কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    খবরে বলা হয়, ইয়াবার এই চালান মালয়েশিয়ার জব্দকৃত সবচেয়ে বেশি পরিমাণ মাদক। গত ২২ মে এই মাদক জব্দ করা হলেও গতকাল বিষয়টি নিশ্চিত করেন কাস্টমস কর্মকর্তারা।

    মালয়েশিয়া কাস্টমসের মহাপরিচালক সুব্রমানিয়াম থোলাসি বলেন, মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা একটি জাহাজে অভিযান চালিয়ে ১হাজার ১৮৭কেজি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ ডলার বলে জানায় সংবাদ মাধ্যম।