মিশরে বিচারপতিদের এক যোগে পদত্যাগ

    0
    215

    আমারসিলেট24ডটকম,১৩ডিসেম্বরঃ মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের বিচার করার জন্য যে বিশেষ আদালত গঠিত হয়েছে সেই মিসরের আদালতের বিচারপতিদের দ্বিতীয় প্যানেলের সদস্যরাও একযোগে পদত্যাগ করেছেন। আসামিপক্ষ আদালত কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এবং বিচারবিভাগের বিরুদ্ধে আদালতে শ্লোগান দিয়েছেন এমন অভিযোগে তারা পদত্যাগ করেন। এর আগে গত ২৯ অক্টোবর বিচারপতিদের প্রথম প্যানেলের সব সদস্য “নিরাপত্তার অভাব ও বিবেকের তাড়নায়” পদত্যাগ করেন। পরে দ্বিতীয় প্যানেলটি গঠন করা হয়।

    ব্রাদারহুডের সদস্যদের বিচারের স্বচ্ছতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে মিসরে । ব্রাদারহুডের শীর্ষনেতা মোহাম্মদ বাদাই, তার ডেপুটি খয়রাত আল শাতের, সিনিয়র নেতা সাদ-আল-কাতাতনিসহ গুরুত্বপূর্ণ নেতাদের বিচার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। সাদ-আল-কাতাতনির বিচারের শুনানির সময়েই বিচারপতিদের গণপদত্যাগ করার ঘটনা ঘটে। আল বাদাই এবং তার সহ অভিযুক্তরা আদালতে এই বিচারপ্রক্রিয়া এবং মিসরের বিচার ব্যবস্থার বিরুদ্ধে মুহুর্মুহু শ্লোগান দিলে বিচারপতিরা বিব্রত হন। তারা আদালত কক্ষ ত্যাগ করে চলে যান। কিছুক্ষণ পর আবার শুনানি শুরু করেন তারা। কিন্তু আবারও মিসরের সেনাপ্রধানকে ইঙ্গিত করে “সিসি বিশ্বাসঘাতক, সিসি বিশ্বাসঘাতক” বলে শ্লোগান দিতে শুরু করেন ব্রাদারহুড নেতারা। তাদের বার বার শান্ত থাকার অনুরোধ জানালেও তারা বিক্ষোভ চালিয়ে যান। বিব্রত বিচারপতিরা তখন ক্ষুব্ধ হয়ে একযোগে পদত্যাগ করেন বলে একটি গণমাধ্যমে জানা যায়।