মিনায় বাংলাদেশি হাজি নিহত-২৬ঃ৫২ জন এখনো নিখোঁজ

    0
    391

    “তাদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে”

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯সেপ্টেম্বর: সর্ব শেষে  খবরে জানা গেছে  সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে ২৬ বাংলাদেশি হাজি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। এছাড়া,  ৫২ জন বাংলাদেশি হাজি এখনো নিখোঁজ রয়েছেন।

    সৌদি আরবের স্থানীয় সময় গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। এ সময় কনসাল জেনারেল এ কে এম শহীদুল হক ও কাউন্সিলর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

    হজ মিশনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গোলাম মসিহ জানান, এখন পর্যন্ত বাংলাদেশের মোট ২৬ জন হাজি নিহত হয়েছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। তাদের মধ্যে ১৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পরিচয় পাওয়ার পর তিন বাংলাদেশি হাজির মরদেহ তাঁদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

    এই ২৬ জন ছাড়া আরো পাঁচজনকে বাংলাদেশি বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রাষ্ট্রদূত গোলাম মসিহ। তবে পরিচয় নিশ্চিত হওয়া ১৩ জনের নাম বা ছবি সাংবাদিকদের সামনে তুলে ধরতে পারেনি মিশন কর্তৃপক্ষ। তাদের ভাষ্য অনুযায়ী তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি।

    দেশে বা মক্কায় অবস্থানরত নিখোঁজ হাজিদের স্বজনদের মক্কার মাইসাম হাসপাতালে গিয়ে সংরক্ষিত মরদেহ দেখে শনাক্ত করার আহ্বান জানান গোলাম মসিহ। শনাক্ত হওয়া হাজিদের দাফন প্রসঙ্গে তিনি বলেন, নিহতদের উত্তরাধিকারী বা স্বজনরা মক্কা বা বাংলাদেশ যেখানে ইচ্ছা সেখানে দাফনের সিদ্ধান্ত নিতে পারবেন। এ জন্য সৌদি আরব সরকার ও বাংলাদেশ হজ মিশন প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও জানান তিনি।

     ইরনার খবরে জানা যায়-সব বাংলাদেশি হাজির মরদেহ মক্কার মাইসাম হাসপাতালে রাখা আছে জানিয়েন রাষ্ট্রদূত।তিনি বলেন, মরদেহগুলো কিছুটা বিকৃত হয়ে গেছে। এ কারণে এসব মরদেহের ছবি প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি।