মিনায় নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৭ জনে পৌঁছেছে

    0
    252

    এখনো ১০৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯অক্টোবরঃ সৌদি আরবে ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে গিয়ে মিনায় পদদলিত হয়ে নিহত বাংলাদেশি হাজির সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ শুক্রবার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “বৃহস্পতিবার পর্যন্ত আমরা ৬৭ জনকে শনাক্ত করতে পেরেছি। এখনো ১০৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।”
    শনাক্ত হওয়া লাশ দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “নিহতদের আত্মীয়-স্বজনদের অধিকাংশই সৌদি আরবে দাফনের ইচ্ছার কথা বলছেন।”
    সৌদি আরবে হজ মিশনের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ হজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানিয়েছিলেন, মিনায় পদদলিত হয়ে নিহতদের মধ্যে ৬৩ বাংলাদেশীকে সনাক্ত করা গেছে। নিহতরা সবাই গুরুতর অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

    এর আগে সোমবার জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা জানান, ২৪ সেপ্টেম্বরের ঘটনায় ১৩১ বাংলাদেশী হজ যাত্রী নিখোঁজ হয়েছেন।
    হজের আনুষ্ঠানিকতার মধ্যে গত ২৪ সেপ্টেম্বর মিনায় ‘শয়তানের স্তম্ভে’ পাথর ছুড়তে যাওয়ার পথে পদদলনের ওই ঘটনায় ৭৬৯ জন হাজি নিহত হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে। তবে, বিভিন্ন দেশের সরকারি ঘোষণার আলোকে মিনায় নিহত হজযাত্রীদের সংখ্যা আজ  পর্যন্ত ১৩১১ ও নিখোঁজের সংখ্যা ১৬২৩ জন বলে জানা গেছে।