মিডিয়া সেলের সম্মেলনে সুজন সম্পাদক নির্বাচিত

    0
    226

    আমারসিলেট24ডটকম,০৭এপ্রিলঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পটিব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম সংখ্যার দিক থেকে এগিয়ে যাচ্ছে। বেসরকারি টেলিভিশনসহ দৈনিক পত্রিকা এবং বিভিন্ন অনলাইন পত্রিকা আত্নপ্রকাশ করেছে। আর্থিক দিক দিয়ে বিভিন্ন ধরনের পুজি এসব গণমাধ্যমে বিনিয়োগ হওয়ায় জনগণের প্রদত্ত স্বার্থের বিষয় উপেক্ষিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তাই জনগণের কথা মাথায় রেখে দেশের স্বার্থে গণমাধ্যমে কাজ করতে হবে। আজ ৭ এপ্রিল বাংলাদেশের ওযার্কার্স পার্টির সেন্ট্রাল মিডিয়া সেল প্রথম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত সম্মেলনে সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাপ্পাত্যি বসু, জসিম উদ্দিন, এম এম মিলটন, সরদার বদিয়ার, আল আমিন মাহাদী, সাদেক মাহমুদ পাভেল, আনোয়ারুল করিক রাজু, শংকর মন্ডল, সঞ্জীব রায়, দিপক দে প্রমুখ।

    সম্মেলনে নেতৃবৃন্দ মিডিয়াকে মৌলবাদ বিরোধী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম ভুমিকা অব্যাহত রাখার আহবান জানান। আগামী ২৪-২৭ রাজশাহীতে অনুষ্ঠিত পার্টি ৯ কংগ্রেস সফল করার আহবান জানান। সম্মেলনের দ্বিতীয় পর্বে রফিকুল ইসলাম সুজনকে সমপাদক করে সেন্ট্রাল মিডিয়া সেল এর ১৬ সদস্য বিষিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনান্য নির্বাচিত সদস্যরা হলেন বাপ্পাত্যি বসু, সাজ্জাদ আলম তপু, জাকির হোসেন, জসিম উদ্দিন, এম এম মিলটন, সরদার বদিয়ার, আল আমিন মাহাদী, সাদেক মাহমুদ পাভেল, আনোয়ারুল করিক রাজু, শংকর মন্ডল, মানোয়ার হোসেন, সঞ্জীব রায়, দিপু সরোয়ার, আহমেদ শফি, দিপক দে প্রমুখ।