মা দিবসে এস এম নাহিদ হাসান নয়নের কবিতা

    0
    511

    “মা”

    মা কথাটি ছোট্ট অতি
    সীমাহীন যার মধুরতা,
    মায়ের শেখানো বুলি
    রয়েছে যার অমরতা।

    ছোট্ট থেকে করেন বড়
    সন্তানকে তিলেতিলে,
    মায়ের মতো এই ধরায়
    অার কি কেহ মিলে?

    মায়ের কাছেই হয় শুরু
    শিশুর সামাজিকীকরন,
    মায়ের রয়েছে অবদান
    জীবন গড়তে মনমতন।

    মা সদা প্রত্যাশা করে
    সন্তানের সুখী জীবন,
    মা মাত্রই বুঝতে পারে
    সন্তানের দুঃখবেদন।

    মা কথাটি ছোট্ট হলেও
    জগতের শ্রেষ্ঠ ডাক,
    মা দিবসে,এই কামনা
    সবার মা সুখে থাক।