মাশরাফির গলায় ব্যথা:কাল সিদ্ধান্ত

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২মার্চঃ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছেন না মাশরাফি বিন মর্তুজা! এমনটাই খবর পাওয়া গেছে। শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপে এর আগের ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নক আউট পর্বে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়ার পর ৪র্থ দল হিসেবে নিজেদের শেষ ৮ এ খেলা নিশ্চিত করলো মাশরাফির দল।
    এদিকে সংবাদ সম্মেলনে দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে জানান, মাশরাফির ব্যাপারে ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন তারা। এখনো দল ঠিক করা হয়নি। ওর গলায় ব্যথা রয়েছে। মাশরাফির ব্যাপারে আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব।
    জানা গেছে, মাশরাফি পায়ের পেছনের পেশির চোটে ভুগছিলেন। সেই সাথে যোগ হয়েছে গলা ব্যথা। তবে মাশরাফির খেলতে নামতে না পারার ওই খবরে আইসিসি’র তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্যও উপস্থাপন করা হয়নি। তবে বলা হচ্ছে, ফিটনেসজনিত সমস্যার পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে কিউইদের বিপক্ষে মাশরাফিকে মাঠে নাও দেখা যেতে পারে। তবে আইসিসি’র নিয়ম অনুযায়ী একটি ম্যাচে নয়, দুটি ম্যাচে স্লো-ওভার রেট হলে অধিনায়ককে পরের ম্যাচে নিষিদ্ধ করার সম্ভাবনা থাকে। আর একটি ম্যাচে এমন হলে জরিমানার বিধান রয়েছে যা এরই মধ্যে মাশরাফিসহ দলের খেলোয়াড়দের বিরুদ্ধে ঘোষণা করা হয়ে গেছে।
    অপরদিকে মাশরাফির ফিটনেসের বিষয়ে যে কথা বলা হচ্ছে, তা স্রেফ বৃহস্পতিবারে তার প্রশিক্ষণে অংশ না নেয়ার জের ধরে। সংবাদমাধ্যমটি দলের শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাতুড়াসিংকে উদ্ধৃত করে বলেছে, মাশরাফির গলায় ঠাণ্ডাজনিত সমস্যার কারণেই তাকে প্র্যাকটিস থেকে বাইরে রাখা হয়েছে। এতে দলের কোচ কোথাও বলেননি মাশরাফি খেলতে নামছেন না।