মাশরাফির অনুরোধে নড়াইলে স্বাস্থ্য বিভাগে ৪ ডাক্তার

    0
    228

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য কাজ করছেন জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। সম্প্রতি সৎসদ সদস্য মাশরাফি স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিবের সাথে দেখা করে চিকিৎসক সমস্যা সমাধানের জন্য অনুরোধ জানালে তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক সমস্যা সমাধানের ৪ জন চিকিৎসককে সদর হাসপাতালে বদলি করা হয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর মাশরাফি বিন মর্ত্তুজার আবেদনের প্রেক্ষিতে রবিবার (৪ আগস্ট) নড়াইল আধুনিক সদর হাসপাতালে ৪টি শূন্যপদে ৪ জন কনসালটেন্ট(বিষেশজ্ঞ) পদায়ন করা হয়েছে। তারা হলেন জুনিয়র চক্ষু কনসালটেন্ট ডাঃ কাজী আনিসুর রহমান, জুনিয়র ই.এন.টি কনসালটেন্ট ডাঃ মোঃ নুর কুতুবুল আলম, জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ মৃদুলা কর এবং জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিশিয়া) ডাঃ এএইচ এম শাহিনুর রহমান।

    সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মশিউর রহমান বাবু ৪জন চিকিৎসক হাসপাতালে পদায়নের বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন চিকিৎসকগন কর্মস্থলে যোগদান করলে চিকিৎসক সংকট অনেকটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলেও জানান তিনি।