মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কিছুটা বেড়েছে বাজার ও ঊর্ধ্বমুখী

    0
    258

    ঢাকা, ১২ আগস্ট :পাম্প উৎপাদনকারী দ্বিতীয় বৃহৎ দেশ মালয়েশিয়ার পাম অয়েলের দাম বেড়েছে। দেশের মুদ্রা রিঙ্গিতের মান কমে যাওয়ায় রফতানি বাড়তে পারে। এমনই সম্ভাবনায় পাম অয়েলের দাম সর্বোচ্চ বেড়েছে। চলতি সপ্তাহে পাম অয়েলের দাম বেড়েছে ৪ শতাংশ। জুলাইয়ে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ কিছুটা বেড়েছে। অর্থাৎ ৫.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৯০ হাজার টনে।

    জুলাইয়ের প্রথম ২৫ দিনে মালয়েশিয়ার পাম অয়েল মজুদ হয়েছে ১০ লাখ ৯০ হাজার টন। যা আগের মাসের তুলনায় ৭ শতাংশ কম। ভারত ও চিনে পাম অয়েলের চাহিদা কিছুটা কমে যাওয়ায় জুন থেকে দেশটি পাম অয়েল রফতানি কিছুটা কমতে শুরু করে। অবশ্য এখন কিছুটা বেড়েছে। এদিকে ইন্দোনেশিয়া মে মাসে ১৮ লাখ ২০ হাজার টন পাম অয়েল রপ্তানি করেছে। তবে গত মাসে তা কিছু কমে ১৬ লাখ ২০ হাজার টনে দাঁড়িয়েছে। পাম অয়েলের পাশাপাশি সয়াবিন তেলের দামও কিছুটা বেড়েছে। এখন পাম তেলের বাজার মালয়েশিয়ায় ঊর্ধ্বমুখী রয়েছে।