মালিতে হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে ৫৩ জনে

    0
    247

    পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসী হামলায় নিহত সেনার সংখ্যা বেড় ৫৩ জনে দাঁড়িয়েছে। শুক্রবার মালির উত্তর-পূর্বাঞ্চলের একটি সেনা অবস্থানে এ হামলা হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

    এর আগে সেপ্টেম্বরের শেষে মালির কেন্দ্রে দুটি সামরিক ঘাঁটিতে সমন্বিত হামলা চালিয়ে ৩৮ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হামলার রেশ কাটতে না কাটতেই এবার এ হামলা হল। সেপ্টেম্বরের হামলার পর ওই দুটি সেনাঘাঁটির নিয়ন্ত্রণও নিয়ে নেয় সন্ত্রাসীরা।

    এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী শুক্রবারের হামলার দায় স্বীকার করে নি। তবে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা ও দায়েশ বা আইএস’র শক্ত ঘাঁটি রয়েছে।

    মালিতে ফরাসী সেনা ও আন্তর্জাতিক বাহিনীর উপস্থিতি সত্ত্বেও সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বেড়েছে।পার্সটুডে