মালিতে সন্ত্রাসী হামলায় ১ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

    0
    226

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬মেঃ মালির রাজধানী বামাকোতে সন্ত্রাসী হামলায় এক বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেক বাংলাদেশি শান্তিরক্ষী।

    বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নিহত সেনা সদস্যের নাম নীলকান্ত হাজং এবং আহত সেনার নাম সিরাজুল ইসলাম।

    ফরাসি বার্তাসংস্থা- এএফপি জানিয়েছে, সোমবার রাতে রাজধানী বামাকো বিমানবন্দর থেকে দক্ষিণে যাওয়ার সময় একটি গাড়ি থেকে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে একজন নিহত ও অপরজন আহত হয়।

    মালিতে জাতিসংঘের শান্তি মিশন মিনুসমার একটি সূত্র এএফপিকে জানায়, জাতিসংঘের দুই শান্তিরক্ষী বাংলাদেশি। গুলির সময় শান্তিরক্ষীরা বামাকো বিমানবন্দর থেকে জাতিসংঘ মিশনের একটি গাড়িতে শহরের দক্ষিণে যাচ্ছিলেন। একটি গাড়ি থেকে এ হামলা চালানো হয়।

    ২০১৩ সালের পর থেকে ৪০ জনের বেশি শান্তিরক্ষীকে হত্যা করা হয়। মিনুসমা জাতিসংঘের সবচেয়ে বিপজ্জনক মিশন হিসেবে বিবেচনা করা হয়।ইরনা