মার্কিন সেনাদের জন্য ইরাক হবে ভিয়েতনামঃমুক্তাদা

    0
    229

    ইরাকের প্রভাবশালী ধর্মীয় আলেম মুক্তাদা আস-সাদর বলেছেন,মার্কিন সেনারা যদি ইরাকে থাকার চেষ্টা করে তাহলে এ দেশের মাটি হবে তাদের জন্য নতুন ভিয়েতনাম।

    ইরাকি সংসদের সবচেয়ে বড় জোটের নেতা জাতীয় সংসদকে চিঠিতে আরো বলেছেন, “মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে জাতীয় সংসদে শুধু একটি প্রস্তাব পাস করাই যথেষ্ট নয়। আমি মনে করি, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির ব্যাপারে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে তার তুলনায় এটি দুর্বল পদক্ষেপ।
    মুক্তাদা সাদর বলেন, আমেরিকার সাথে যে নিরাপত্তা চুক্তি রয়েছে তা দ্রুত বাতিল করতে হবে, ইরাকে মার্কিন দূতাবাস বন্ধ করে দিতে হবে, ইরাক থেকে মার্কিন সেনা অপমানজনকভাবে বিদায় করতে হবে এবং মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগকে অপরাধ হিসেবে চিহ্নিত করতে হবে।

    মুক্তদা সাদর চূড়ান্তভাবে ইরাক এবং ইরাকের বাইরের প্রতিরোধকামী সংগঠনগুলোকে একটি সম্মিলিত আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন। পার্সটুডে