মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা টুপি-পাগড়ি পরতে মানা নেই

    0
    249

    আমারসিলেট24ডটকম,২৩জানুয়ারীঃ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা এখন থেকে টুপি-পাগড়ি পরে দায়িত্ব পালন করতে পারবেন । গত কাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে পোশাকের নিয়ম-কানুনের কড়াকড়ি কিছুটা শিথিল করেছে পেন্টাগন। মার্কিন বাহিনীতে মুসলিম, শিখ, ইহুদি এবং আরও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কাজ করছেন। তাঁরা অনেকেই প্রচলিত পোশাকের সঙ্গে নিজ নিজ ধর্মের নির্ধারিত পোশাক ব্যবহার করতে ইচ্ছুক। সেনাবাহিনীতে শান্তি-শৃখলা বজায় রাখতে তাঁদের ইচ্ছায় সাড়া দিয়েছে পেন্টাগন কর্তৃপক্ষ। এ জন্য মুসলিম ও শিখ সামরিক সদস্যরা চাইলে এখন থেকে দাড়ি রাখতে পারবেন। মাথায় পরতে পারবেন টুপি ও পাগড়ি। এমনকি চাইলে গায়ে উল্কিও আঁকতে পারবেন। তবে এ ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের বিষয় রয়েছে। মার্কিন সেনাবাহিনীতে তিন হাজার ৭০০ জন মুসলিম সদস্য রয়েছে বলে জানা যায়।