মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে বাণিজ্যের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে

    0
    235

    ২০০১ সালে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের যোগদানের পরে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মাঝে বাণিজ্যের পরিমাণ পাঁচ গুণ বেড়েছে.

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,20আগস্ট :এ সম্বন্ধে মার্কিনী কংগ্রেসকে জানিয়েছেন বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি মাইকেল ফোরমান. তাঁর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২০১২ সালে চীনে মার্কিনী পণ্যের রপ্তানি পৌঁছোয় ১১ হাজার কোটি ডলারে, যা ২০০১ সালের চেয়ে ৪৭৬ শতাংশ বেশি. ২০১৩ সালের প্রথম ১০ মাসেও চীনে মার্কিনী পণ্যের ও সার্ভিসের রপ্তানি বাড়তে থেকেছে. এ সময়ে মার্কিনী বাজারে চীনা পণ্যের সরবরাহ আরও দ্রুত গতিতে বেড়েছে, যার দরুণ চীনের সাথে বাণিজ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটতি বেড়েছে ৩১ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত, উল্লেখ করেন ফোরমান. মার্কিনী বিশেষজ্ঞরাও রিপোর্টে উল্লেখ করেছেন যে, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার সময় থেকে ১২ বছরে চীন নিজের অর্থনীতিতে যথেষ্ট পুনর্গঠন করেছে এবং জাতীয় আইন-বিধিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে /