মার্কিন ঘাঁটি তাক করে রকেট মোতায়েন করেছে উত্তর কোরিয়া

    0
    432

    NK USমার্কিন সামরিক ঘাঁটি তাক করে আজ শুক্রবার রকেট মোতায়েন করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম স্টিলথ বিমানের মহড়া দেওয়ার পর দেশটি এমন উদ্যোগ নিল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
    উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির শীর্ষ নেতা কিম জং উন গতকাল মধ্যরাতে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে রকেট মোতায়েনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উন বলেন, পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে বোঝাপড়া করার সময় এসেছে।
    প্রতিবেদনে বলা হয়, রকেটগুলো এমনভাবে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যেন যেকোনো সময় মার্কিন ভূখণ্ড এবং প্রশান্ত মহাসাগরের হাওয়াই, গুয়াম দ্বীপ ও দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালানো সম্ভব হয়।
    গতকাল বৃহস্পতিবার বি-টু নামের দুটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতাসম্পন্ন স্টিলথ বিমানের মহড়া দেয় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো এ ধরনের বিমানের মহড়া দিল ওয়াশিংটন। এরই জবাবে তাত্ক্ষণিকভাবে রকেট মোতায়েনের সিদ্ধান্ত নেন কিম জং উন।