মামলার রায়ের দিন ধার্যঃবিএনপি অস্ট্রেলিয়ার প্রতিবাদ

    0
    273

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ফেব্রুয়ারি,সিডনি রিপোর্টারঃ বিএনপির চেয়ারর্পাসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেএী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আগামী ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন ধার্য করেছে আদালত।

    এ রায়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়া বিএনপি নেতাকর্মীরা উদ্বিগ্ন। বাংলাদেশে আগামী সংসদ নির্বাচন তাই আওয়ামীলিগ সরকার বিচার বিভাগকে প্রভাবিত করে রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বাইরে রেখে ৫ই জানুয়ারীর মত সরকার আরেকটি নির্বাচন করতে চায় এর প্রতিবাদে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যাগে এক প্রতিবাদ সভা সিডনির স্থানীয় হাজীর বিরিয়ানী হাউজে অনুষ্ঠিত হয়।

    বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র নেতা লিয়াকত আলী স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনিরুল হক জর্জ,প্রফেসর ডঃ হুমায়ের চৌধুরী রানা,মোঃমোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ,আলহাজ্ব লুৎফুল কবির,রুহুল আহম্মেদ,এস এম নিগার এলাহী চৌধুরী,আরিফুল হক,একেএম ফজলুল হক শফিক,হাবিব মোহাম্মদ জকি,মোঃআবুল হাছান,সোহেল ইকবাল মাহমুদ,মোঃনাসিম উদ্দিন আহম্মেদ,আশরাফুল আলম রনি,এএন এম মাসুম,আব্দুল মালেক মানিক,আব্দুস সামাদ শিবলু,খাইরুল কবির পিন্টু,ইন্জিনিয়ার কামরুল ইসলাম শামীম,জাকির আলম লেলিন,একেএম আসাদুজ্জামান,মোঃআবুল কাশেম,মৌহাইমেন খান মিশু,আব্দুল্লাহ আল মামুন,আব্দুল মতিন উজ্জল,মোঃজসিম উদ্দিন,মিতা কাদরী,জেবল হক জাবেদ,রাকিবুল আলম অপু,তানবির আহম্মেদ,হাজী ইউছুফ অালী,সাইমুম বিন শামস,আশিক সরকার। অনুষ্ঠানটি সাবলিলভাবে পরিচালনা করেন ইন্জিনিয়ার হাবিবুর রহমান।

    অনুষ্ঠানের শুরুতে কোরঅান তেলোয়াত করেন মোহাম্মদ জুম্মান হোসেন.