মানুষ নিজের বিবেককে ফাঁকি দিতে পারে নাঃডেপুটি স্পিকার

    0
    204

    আমারসিলেট24ডটকম,১৫ফেব্রুয়ারীঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ১০ম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। আজ শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
    বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি দেশের সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছেন।এখন তওবা পড়েন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছেন এবং এখন তার মাশুল দিচ্ছেন।
    ফজলে রাব্বি মিয়া আরও বলেন, মানুষ চাইলে সবাইকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের বিবেককে ফাঁকি দিতে পারে না। আমি বেগম খালেদা জিয়াকে বলবো, আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, গত কয়েক মাসে আপনি দেশে যে নৈরাজ্য চালিয়েছেন তা দেশের কোন মঙ্গলের জন্য করেছেন।
    ডেপুটি স্পিকার আরও বলেন, আমরা রাজনীতি করি দেশের ও জনগণের স্বার্থে। সেই রাজনীতির নামে প্রিজাইডিং অফিসারকে পুড়িয়ে মারা, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা, এটা কিসের স্বার্থে। যারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করে, আন্দোলনের নামে নৈরাজ্য করে দেশের জনগণ কোনোদিন তাদের ভোট দেবে না। সেটা জাতীয় নির্বাচন হোক আর উপজেলা নির্বাচন হোক।
    দেশে গণতান্ত্রিক নির্বাচনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এটা বুঝতে পেরেই বিএনপি এখন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে।
    ঢাকা মহনগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সংদস্য হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মীর হোসেন আক্তার, হারুনুর রশীদ চৌধুরী, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।