মানবাধিকারিরা চুপ কেন?

    0
    225

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩জানুয়ারীঃ যখন কোন অপরাধিকে মারা হয় তখন আমাদের চার পাশে থাকা কিছু মানবাধিকারি বলে মানবাধিকার হরণ হচ্ছে।ইয়েমেনে সৌদি বিমান হামলায় আজও অন্তত ১৫ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সানার দক্ষিণে ‘বিলাদুর রাস’ গ্রামে বোমা বর্ষণ করেছে সৌদি বাহিনী। এর ফলে আরও অন্তত ২৫ জন আহত হয়েছে।

    যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন এলাকা থেকে পালিয়ে অনেক পরিবার ওই গ্রামে আশ্রয় নিয়েছিল বলে জানা গেছে। এছাড়া, সৌদি আরব মা’রিব প্রদেশের পানি সরবরাহ ব্যবস্থায় হামলা চালিয়েছে।

    তবে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে গতকাল মঙ্গলবার রাজধানী সানায় একটি ‘স্পা’ সেন্টারে বিমান হামলায় ২১ বেসামরিক ব্যক্তি প্রাণ হারায়। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গতকালের হামলায় একটি মসজিদসহ আশেপাশের কয়েকটি ভবন ধ্বংস হয়েছে।

    গত বছরের মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। এর ফলে সাড়ে ৭ হাজারের বেশি মানুষ নিহত ও ১৪ হাজার ব্যক্তি আহত হয়েছে। আর এই সব ক্ষেত্রে তারা কিছু বলেনা কেন। কেবল এই ঘটনাই  নয়, এই রকম আর ও ঘটনা ঘটেছে যার বেশি ভাগ সময় তারা চুপ করে তাকে কার জন্য ?এর উত্তর কারা দিবে ?