মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গো আযমকে দ্রুত দাফনের সিদ্ধান্ত

    0
    232

    আমারসিলেট24ডটকম,২৪অক্টোবরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির অধ্যাপক গোলাম আযমকে দ্রুত দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    আজ শুক্রবার দুপুরে বেসরকারি টেলিভিশন যমুনা নিউজে সরাসরি অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান। তবে কতটুকু দ্রুত সময়ে গোলাম আযমকে দাফন করা হবে সেটা পরিষ্কার করেননি তিনি।

    যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্ত আরেক জামায়াত নেতা কাদের মোল্লার দাফন দ্রুত সম্পন্ন হয়, কিন্তু গোলাম আযমের দাফনে বিলম্ব কেন-এমন প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গোলাম আযমের দাফনও দ্রুত সম্পন্ন করাই সরকারের সিদ্ধান্ত।

    তিনি বলেন, জামায়াত-শিবির একটি ক্যাডারভিত্তিক সংগঠন। তারা তাদের অর্থেরও অভাব নেই। তারা যেকোনো স্থানে অল্প সময়েই জমায়েত হয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকেই দ্রুত দাফনের সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী।

    ‘গোলাম আযমকে সরকার বাড়তি সুযোগ দিয়েছে’ এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, গোলাম আযমের মতো যুদ্ধাপরাধীকে সরকার বাড়তি সুযোগ দেবে সেটা কখনও সম্ভব নয়। তবে মানবিক দিক বিবেচনা করে তার চিকিৎসার ক্ষেত্রে কিছুটা সুযোগ দেয়া হয়েছে।