মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত মামলায় শিগগিরই নিজামীর রায়

    0
    207

    আমারসিলেট24ডটকম,২২ডিসেম্বরঃ অচিরেই ঘোষণা হতে যাচ্ছে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিচারের রায়। প্রায় শেষ পর্যায়ে রায় লেখার কাজ। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রের বরাতে জানা যায়, বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চলতি সপ্তাহেই মতিউর রহমান নিজামীর একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করতে পারেন। ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৯টি মামলার রায় দিয়েছেন। নিজামীর রায় হবে মানবতাবিরোধী অপরাধের ১০ম রায়। তাছাড়া মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালের দুটি বেঞ্চে আরো ৭টি মামলা বিচারাধীন রয়েছে।

    অন্যদিকে একাত্তরে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, পরিকল্পনা, উস্কানি ও সহায়তাসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর মামলার যুক্তি উপস্থাপন গত ১৩ নভেম্বর শেষ হয়েছে। ওদিন রায় অপেক্ষমান রাখা হয়েছিল। ইতিমধ্যে ৪০ দিন অতিবাহিত হয়েছে।

    গতবছরের ২৮ মে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যাসহ ১৬টি অভিযোগ আমালে নেয় ট্রাইব্যুনাল। এরপর রাষ্ট্র ও আসামি পক্ষের সাক্ষ্য গ্রহণ ও যুক্তি উপস্থাপন শেষ করা হয়।
    উল্লেখ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ২০১০ সালের ২৯ জুন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়েছিল।