মানবতাবিরোধী অপরাধঃকিশোরগঞ্জের দুই সহোদরের বিরুদ্ধে তদন্ত জমা

    0
    227

    আমারসিলেট24ডটকম,নভেম্বরঃ ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের দুই সহোদর নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তার প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

    আজ বুধবার তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান প্রসিকউটর সৈয়দ হায়দার আলীর কাছে ৪৫০ পৃষ্ঠার এ প্রতিবেদন দাখিল করেন।

    এর আগে গতকাল মঙ্গলবার তদন্ত সংস্থা ধানমণ্ডির কার্যালয়ে তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার কথা জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী আবদুল হান্নান খান।

    আসামি নাসির উদ্দিন আহমেদ ও শামসুদ্দিন আহমেদের বিরুদ্ধে কিশোরগঞ্জের কারিমগঞ্জ উপজেলার বিদ্যানগর, আয়লা, ফতেপুর বিল, কিরাটন বিলসহ আশেপাশের কয়েকটি গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী নিয়ে অত্যাচার নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।

    নাসিরউদ্দিন ও শামসুদ্দিন পাক বাহিনীর সহায়তায় হত্যা, গণহত্যা, নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধে  তাদের বিরুদ্ধে পাচঁটি অভিযোগে তদন্ত চূড়ান্ত করা হয়েছে।

    ২০১৩ সালের ৬ জুন তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। এক বছর পাঁচ মাস ১৮দিন তদন্ত করে গত ২৪ নভেম্বর তদন্ত কাজ শেষ হয়।

    তদন্তকারী কর্মকর্তা জানান এ দুই আসামিকে গ্রেফতারের আবেদনও করা হবে।