মাধবপুরে মার-কোম্পানিতে এলাকাবাসীর হামলায়

    0
    221

    আহত ২৫ঃঅফিস ও গাড়ী ভাংচুর ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১ডিসেম্বরঃ মাধবপুর উপজেলার ঢাকা- সিলেট মহাসড়ক সংলগ্নে শাহপুর নামক স্থানে ২০১৩ সালে গড়ে ওঠে মার লিঃ কোম্পানি, আর কোম্পানির শুরু থেকেই এলাকা বাসির সাথে লেগে আছে দ্বন্দ। কোম্পানিতে উৎপাদন হচ্ছে ভুট্টা দিয়ে কনজুমার প্রোডাক্টস এর বিশেষ কিছু উপাদান আর ভুট্টার বজ্র দিয়ে তৈরী হচ্ছে মোরগ ও মাছের খাবার ।

    কোম্পানরি ইটিবি প্লান না থাকার কারনে দুর্গন্দ যুক্ত দুষিত পানির কারণে এলাকার গবাদি পশু , কৃষি ফসল , মাছ চাষাবাদ , বায়ূদুষণ শিক্ষা প্রতিষ্টানসহ তার প্রভাব পরছে দীর্ঘ দিন যাবত । দুষিত পানির কারনে এলাকাবাসী প্রতিবাদ করলেও তার কোন বিবিধ হয়নি অবশেষে ক্ষিপ্ত হয়ে কোম্পানিতে আক্রমন চালায়।

    কোম্পানি কর্তৃপক্ষ জানায় এ হামলায় কর্মকর্তা ও কর্মচারীসহ ২৫ জন আহত হয় এবং প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।