মাধবপুরে নৌকা বিদ্যুৎস্পৃষ্ট:নিখোঁজ-২, আহত-২

    0
    347

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,৮সেপ্টেম্বর, এম,এ কাদের: হবিগঞ্জের মাধবপুরে ৩৩ কেভি বিদ্যুৎ  সঞ্চালন  লাইনের সাথে নৌকাটি  বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ২ জন নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন ২ জন। আশংকাজনক অবস্থায় তাদের ১ জনকে ঢাকা ও ১ জনকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

    সোমবার সকাল ১১টায় গাছবোঝাই একটি নৌকা জেলার মাধবপুর উপজেলার আদাঐর থেকে মাধবপুর সদরে আসার পথে আদাঐর বিলে পৌঁছলে নৌকায় থাকা ওই গ্রামের তাহের মিয়ার ছেলে টিটু (২৫) ৩৩ কেভি লাইনের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে টিটুসহ তার সাথে থাকা ওই গ্রামের বগি মিয়ার ছেলে সেলিম (৩০) ছিটকে নদীতে পড়ে যায়। এসময় নৌকার মাঝি ব্রাহ্মণবাড়িয়া জেলার রুস্তমপুর গ্রামের সুজন মিয়া ও তার ছেলে ফাইজুল ইসলাম ইঞ্জিনের সাথে জড়িয়ে গুরুতর আহত হয়। নৌকায় থাকা বাচ্চু মিয়ার ছেলে মনু মিয়া ও ফরিদ মিয়ার ছেলে ইউসুফ মিয়া আহতদের নিয়ে আদাঐর এলাকায় পৌছে। দ্রুত তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে ফাইজুলকে ঢাকা ও সুজন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠানো হয়।

    খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের লিডার আক্তারুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তাদের সাথে ডুবুরি দল না থাকায় উদ্ধার কাজ পরিচালনা করতে পারেনি। পরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সাথে যোগাযোগ করা হলে তারা মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ডুবুরি দল ঘটনাস্থলে এসে পৌঁছায়, নিখোজঁ দুই ব্যাক্তির উদ্ধারের তাৎপর্যের কাজ চালিয়ে যাচ্ছে এখনো কোন সন্ধান মিলেনি।