মাদ্রাসা অবৈধ দখল মুক্ত করার জন্য মানববন্ধন

    0
    220

    আমারসিলেট24ডটকম,০৩মার্চ,শেখ জামানসাতগাঁও গণমূল্যায়ন পরিষদ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন শ্রীমঙ্গল শাখার উদ্বেগে উক্ত সংগঠনের কমিটি, কর্মি ও এলাকার সচেতন  লোকদের অংশ গ্রহনে হাজী আলী করিম ও হাজেরা খাতুন নূরানী মাদ্রাসা অবৈধ দখল থাকায় মাদ্রাসার সামনে মানব বন্ধন হয়। মাদ্রাসাটি সন্ত্রাসির হাত থেকে মুক্ত করার জন্য ও বিগত কয়েক বছর বন্ধ মাদ্রাসাটি দখল মুক্ত করা জন্য মানববন্ধন ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দূর্নিতি অবৈধ দখল থেকে মুক্ত করে পূনরায় মাদ্রাসাটি খোলার আইনি সহায়তা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের সাদা পাতা সেজে উঠেছে গণমানুষের কালো কালির স্বাক্ষরে। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ও নেতৃত্ব দেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাঠক সংগঠন বন্ধু প্রতিদিন ও সাতগাঁও গণমূল্যায়ন পরিষদের সভাপতি তরুন সাংবাদিক মোঃ আবেদ আহমেদ, এসময় উপস্থিত ছিলেন সাতাগাঁও গণমূল্যাংন পরিষদের সাধারন সম্পাদক মোঃ আক্তার হোসেন, মোঃ বাহার মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ খালেক মিয়া, মোঃ বাবলু মিয়া সহ এলাকার মুরিব্বি যুবক এবং উল্লেখ্য সংগঠনের সকল সদস্য। রাস্তার পাসে শারিবদ্দ মানববন্ধনের ব্যানারে উঠে এসেছে,শিক্ষাঙ্গন বন্ধ কেন? জবাব চাই,জবাব চাই। সু-শিক্ষা আমাদের দাবি ও নানা রকমের লেখার মধ্যমে একই দাবি যেন খূব শিগ্রই হাজী আলী করিম ও হাজেরা খাতুন নূরানী মাদ্রাসাটি আইনি সহায়তায় খুলে দেওয়া হয় জন সম্মুখে।