মাদকের প্রবেশ নিয়ন্ত্রণে পিবিআইকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

    0
    400

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯জানুয়ারী,ডেস্ক নিউজঃ  সারা দেশে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনসহ সব ধরনের মাদকের প্রবেশ নিয়ন্ত্রণে অনুসন্ধান ও ব্যবস্থা নিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রুলসহ অন্তর্বর্তীকালীন একটি আদেশ দেন এবং এক মাসের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি জানিয়ে পিবিআইকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেন।

    আদেশে বিশেষে করে সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও বান্দরবানকে মাদক নিয়ন্ত্রণে কাজ করতে বলা হয়েছে।

    এছাড়া সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার যাতে সব ধরনের অবৈধ মাদকদ্রব্য পরিবহন, বিপণন ও সেবনের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেন, সে জন্য স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। আদালত বলেছেন, পরবর্তী আদেশের জন্য আগামী ১ মার্চ দিন রাখা হলো।সূত্রঃপ্রথম আলো