মাকে খুন করে বাবা জেলে,ওই দুই শিশুর পাশে ডিআইজি

    0
    273
    নিজস্ব প্রতিনিধি:  বাবার হাতে মা ও নানী খুন হওয়ার পর খুনের অপরাধে বাবা যখন জেলে তখন অসহায় অভিভাবকহীন দুই শিশুকে শ্রীমঙ্গল থানা ও মৌলভীবাজার জেলা পুলিশের সহযোগিতায় একটি শিশু কেয়ার সেন্টার সিলেটে তাদেরকে লালন পালনের জন্য নেওয়া হয়। সেখানে অভিভাবকহীন এই দুই শিশু ইব্রাহীম ও ফাহিমকে দেখতে সিলেটের সরকারি শিশু পরিবার পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম।
    গত জুন ২০২০ এর চার তারিখ বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের পূর্ব জামসী গ্রামে গভীর রাতে খুন হন ইব্রাহিম (১০) ও ফাহিম (৫) এর মা ইয়াসমিন (২৪) ও নানী জায়েদা বেগম (৫৫)। পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ উক্ত ঘটনায় শিশু দুটির পিতা আজগর আলীকে গ্রেফতার করে।
    মা, নানী ও পিতাকে হারিয়ে শিশু ফাহিম ও ইব্রাহীম অভিভাবকহীন হয়ে পড়লে মৌলভীবাজার জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনা ও মানবিক উদ্যোগে ফাহিম ও ইব্রাহীমকে সিলেট সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন সরকারী শিশু পরিবার ও ছোটমনি নিবাসে প্রেরণ করা হয়।
    মানবিক দায়িত্ববোধ থেকে গতকাল সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম শিশু ফাহিম ও ইব্রাহিমকে দেখতে তাদের কাছে ছুটে যান। এ সময় তিনি ফাহিম ও ইব্রাহীমসহ সকল শিশুদের সাথে কিছুটা সময় কাটান, তাদের মাঝে চকলেট বিতরণ করেন, মিষ্টিমুখ করান এবং ইব্রাহীম ও ফাহিমকে নতুন পোষাক উপহার দেন। উক্ত কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সিলেট পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।