মাওলানা আবু তাহের (রহঃ) ছিলেন একজন আদর্শবান আশিকে রাসুলঃবাংলাদেশ ইসলামী ফ্রন্ট

    0
    232

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৪মে,তালুকদার তৌফিকঃ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক ও দ্বিমুড়া রহমানিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু তাহের (রহঃ) এর স্মরন সভা ও মিলাদ(দঃ) মাহফিল (প্রস্তাবিত) “মাওলানা আবু তাহের (রহঃ) স্মৃতি সংসদ” এর উদ্যোগে বুধবার বাদ জোহর দ্বিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অধ্যক্ষ মাওলানা এ,টি,এম রেজাউল কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মাওলানা হারুনুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সোলায়মান খান রাব্বানী।

    বিশেষ অতিথি জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম, অধ্যক্ষ মুফতি মোঃ ফারুক মিয়া, উপাধ্যক্ষ শেখ মোসাহিদ আলী, সৈয়দ আব্দুল ওয়াদুদ, এডভোকেট মোশাররফ হোসেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা জেলা সভাপতি কাজী হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

    বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা ওবায়দুল হক কুতুবী, প্রভাষক মাওলানা নিয়াজুর রহমান, প্রভাষক আবিদুর রহমান, মাওলানা বদরুর রেজা সেলিম, শাহ ছিদ্দিকুর রহমান লন্ডনী, ছাত্রসেনা বাহুবল উপজেলা সভাপতি সমুজ আলী মুজাহিদী, মরহুমের জৈষ্ঠ্য পুত্র আবু সাঈদ মাসুম প্রমুখ।

    বক্তারা বলেন- মাওলানা আবু তাহের (রহঃ) ছিলেন একজন আদর্শবান আশিকে রাসুল। তার জীবনের প্রতিটি কর্মকান্ডই ছুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সমাজ বিনির্মাণের জন্য ও দেশ ও জাতির কল্যাণে। তার সুন্দর জীবনের কর্মকান্ডকে সামনে রেখে সেনা, ফ্রন্ট ও ছুন্নী কর্মীদের কাজ করে গেলে সমাজে শান্তি শ্ঙ্খৃলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। তার জীবনের স্মৃতি ধরে রাখার জন্যে মোহাম্মদ আলী আশিককে সভাপতি ও সৈয়দ মোহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট “মাওলানা আবু তাহের (রহঃ) স্মৃতি সংসদ” নামে একটি সামাজিক ও ধর্মীয় সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।

    পরে মিলাদ(দঃ) শরীফ ও মাওলানা আব্দুল হান্নান মোনাজাতের মাধ্যমে মরহুমের দরজা বুলন্দি ও দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।