মহীয়সী রাবেয়া খাতুন চৌধুরীর নামে রাস্তা নামকরণের দাবী

    0
    261

    আমারসিলেট24ডটকম,১৪ডিসেম্বরঃ সিলেট যুব উন্নয়ন পরিষদের সভায় বক্তারা বলেছেন ‘প্রান্তিক জনপদ রতœগর্ভা সিলেট অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন অগণিত গুণীজন। যাদের কর্মের মহিমায় দেশের উত্তর পূর্ব প্রান্তের মাটি ও মানুষ ধন্য হয়েছে। কৃতী মহীয়সী নারীদের অনুকরণীয় জীবন ও অবদানকে বর্তমান ও ভবিষ্যত বংশধরদের সামনে তুলে ধরতে হবে। আমাদের স্বার্থেই তাদের কর্মের মূল্যায়ন করতে হবে।

    সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মানবতাবাদী নারী শিক্ষানুরাগী,স্নেহময়ী জননী ও একজন দক্ষ সমাজসেবী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কর্মময় জীবন নিয়ে আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গত ১৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় আম্বরখানাস্থ স্থানীয় একটি রেস্তোরায় পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কলামিস্ট আতিকুর রহমান।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা জাতীয় যুব পদন প্রাপ্ত সমাজসেবী এম এ নাসির সুজা, সমাজসেবী আব্দুল মুহিত খান। সভায় বক্তারা বলেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন একজন দক্ষ সমাজসেবী ও শিক্ষানুরাগী। তিনি অসংখ্য ছেলেমেয়েকে শিক্ষাক্ষেত্রে অনেক সাহায্য ও সহযোগিতা করে গেছেন। বিশেষ শিক্ষার ক্ষেত্রে তার ভূমিকা ভুলার মতো নয়। তিনি সকল মানুষের হৃদয় জুড়ে ছিলেন।

    তাহার চারিত্রিক আদর্শ, শুণাবলী ও অনুকরণীয় জীবন আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে আমাদের স্বার্থেই। তিনি সাধারণভাবে জীবন যাপন করতেন এবং সিলেটের উন্নয়ন ও শিক্ষার ক্ষেত্রে তাঁর ভূমিকা ব্যাপক। তাঁর মৃত্যুতে আমরা একজন সুদক্ষ অভিভাবক এবং অমূল্য রত্নকে হারিয়েছি। সভার তাঁর নাম অনুসার সিলেট সিটি কর্পোরেশনের অভ্যন্তরে একটি রাস্তার নামকরণের জন্য সিটি কর্পোরেশনের মেয়রের কাছে জোর দাবী জানানো হয়।

    সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সহ সভাপতি মোঃ হেলাল আহমদ, মোঃ শামীম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুল হক রিংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জুনেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ছালেহ আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমুখ। সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।